“রাজ্যের হাতে ফিরুক মেডিকেলের প্রবেশিকা”-NEET দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন ব্রাত্য বসু

বর্তমানে, নেট দুর্নীতি (NEET) নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে। এবার নেট নিয়ে খোলামেলা কথা বললেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি NET বাতিল করে রাজ্যে আগের মতো জয়েন্ট মোডের মাধ্যমে মেডিকেল ভর্তি শুরু করার দাবি জানান।
ব্রাত্য বসু বলেন , “এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। কয়েক লাখ প্রার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। আমাদের রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তদন্ত হয়েছে। গ্রেপ্তার করা হয়. কিন্তু কেন্দ্রের কী হল তা দেখছে গোটা ভারত। এ নিয়ে কোনো তদন্ত হবে না? সিবিআই, ইডি কি মাঠে নামবে না? এই ব্যর্থতার পর আমি মনে করি তাকে নিজ উদ্যোগে রাজ্যে ফিরিয়ে দেওয়া উচিত।”
আগে বিভিন্ন রাজ্যের মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দায়িত্ব সেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে ছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে মেডিকেলে ইউনিফর্ম ভর্তি কার্যকর করা হয়। এরপরই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। এদিকে, গ্রেস মার্ক বাতিল করা হলেও প্রার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের বিকল্প সুযোগ দেওয়া হয়েছে। ২৩ জুন আবারও পরীক্ষা দেবে ১৫৬৩ জন শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল 30 জুন প্রকাশিত হবে। যাইহোক, 8 জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ NET সংক্রান্ত একটি মামলার শুনানি করবে। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।