হাসপাতালে ভর্তি ‘তৃণমূল সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনেনিন কেন?

রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাইক্রো সার্জারি করা হবে বলে জানা গেছে। আর এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। লক্ষণীয় যে লোকসভা নির্বাচনের প্রচারে তিনি কয়েক মাস ধরে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। কিছু দিন আগে, তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ‘শর্ট ব্রেক’ ঘোষণা করেছিলেন।
তিনি লিখেছেন, এই বিরতিতে তিনি বাংলার মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের চাহিদা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করবেন ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে জয়ী। গত শুক্রবার নিজ কেন্দ্রে গিয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের শুভেচ্ছা জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের কাছে বার্তা পাঠান।
অভিষেক সেখানে লেখেন, ‘ডায়মন্ড হারবারের গণদেবতার প্রতি আমার বিনীত প্রণাম। সকলের সহযোগিতা ও প্রার্থনাতেই আমি ভালোবাসার ঋণে আবদ্ধ হয়েছি। গঠনমূলক উন্নয়নের মাধ্যমে এই ঋণ শোধ করার শপথ নিচ্ছি।’
নিজের ডায়মন্ড হারবার সফরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিষেক লিখেছিলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’