টানা বৃষ্টিতে সিকিমে বিপর্যয়! হড়পা বানে মৃত বেড়ে ৬, আটকে ১৫০০ পর্যটক

লাগাতার বৃষ্টির কারণে সিকিমে ফের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মংগন এলাকায় হড়পা বানে পাঁচজন ভেসে যান। তাদের খোঁজ এখনও মেলেনি।এই ঘটনায় সিকিমে একটানা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গেছে।বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন।
উদ্ধারকাজে সমস্যা হচ্ছে কারণ ধস নেমে, সেতু ভেঙে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। সিকিমেও প্রবল বৃষ্টি হচ্ছে।বৃহস্পতিবার সকালে তিস্তা নদী বিপদসীমার উপরে উঠে গেছে।ধসের কারণে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে।মংগন, গেইথাং, নামপাথাং বুধবার রাত থেকে সিকিমের বাকি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
#WATCH | Due to heavy rain in Sikkim, many houses situated beside the River Teesta near Teesta Bazar of Kalimpong district, West Bengal, have been submerged.
Restoration work has been started. pic.twitter.com/VNbdHcy9l3
— ANI (@ANI) June 13, 2024
কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে।সাংকালাংয়ে একটি নবনির্মিত বেইলি ব্রিজ ভেঙে পড়ায় মংগনের সঙ্গে জংগু ও চুংথাংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও বন্ধ হয়ে গেছে।
বুধবার রাতে সরকারি আধিকারিকরা বৈঠকে বসে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণের বিষয়ে আলোচনা করেছেন।