ভুল ইঞ্জেকশনে মৃত্যুর অভিযোগ, ভাঙচুর হাসপাতালের আইসিইউ-ওয়ার্ডে

বুকে ব্যথার জন্য মহকুমা হাসপাতালে ভর্তি এক কিশোরীর মৃত্যুর পর চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড ঘটে। স্থানীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়।

স্টিল টাউনশিপ সংলগ্ন জেসি বোস এলাকার বাসিন্দা নিশা কুণ্ডু (১৫) নামে এক কিশোরীকে বুকে ব্যথার জন্য বৃহস্পতিবার সকালে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।দুপুর ২টো নাগাদ তার মৃত্যু হয়।নিশার মৃত্যুর খবর জানাজানি হতেই জেসি বোস এলাকা থেকে কয়েকশো ছেলে হাসপাতালে আসে।মৃত্যুর কারণ জানতে চেয়ে প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।

পরে হাসপাতালের মহিলা ওয়ার্ড ও আইসিইউ-তে ভাঙচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে আসে।

মৃত্যুর কারণ:

মৃতের পরিবারের অভিযোগ, একজন ট্রেনি নার্স ভুল ইঞ্জেকশন দেওয়ায় নিশার মৃত্যু হয়েছে।এক আত্মীয় বর্ষা শিকদার বলেন, “গ্যাস-অম্বলের জন্য বুকে ব্যথা হচ্ছিল নিশার। হাসপাতালে ভর্তি করার পর একজন ডাক্তার এসে দেখে যান। দুপুরের দিকে একজন ট্রেনি নার্স ভুল ইঞ্জেকশন দিতেই শারীরিক অবস্থার অবনতি হয়। আইসিইউ-তে দেওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় নিশার।”

পুলিশের ভূমিকা:
ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানা ও দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।বিক্ষোভকারীদের সাথে বচসা হয়।পুলিশের উপরও আক্রমণ করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্স ডাকা হয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজমান।

প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও তদন্তের পর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।