“আপনার পাশেই হেঁটে বেড়াচ্ছে এলিয়েন!”- দাবি হার্ভার্ড-রিসার্চের গবেষকদের

মহাকাশে কি এলিয়েনদের দেখা মেলে? হার্ভার্ডের গবেষকদের দাবি: আমাদের চারপাশেই থাকতে পারে ‘পিকে’-র মতো ভিনগ্রহী!
আমির খানের সুপারহিট ফিল্ম ‘পিকে’-র সেই ভিনগ্রহীকে মনে আছে? ভিড়ে ঠাসা মেট্রোয় আপনার প্রায় কাঁধে মাথা রেখে ঢুলতে থাকা মাঝবয়সী অফিসযাত্রী বা মাছের বাজারে কনুইয়ের গুঁতোয় আপনাকে সরিয়ে টাটকা ইলিশ ছোঁ মেরে ব্যাগে পুরে ফেলা আটপৌরে গেরস্ত… যদি বলা হয়, এঁরা কেউ মানুষ না-ও হতে পারেন? এঁরা বাস্তবিকই ‘পিকে’ ফিল্মে আমির খানের মতো ভিনগ্রহী?

চমকে যাওয়ারই কথা। হার্ভার্ড এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সদ্য প্রকাশিত রিসার্চ পেপারে দাবি, আপনার চারপাশে এই যে আমজনতার ভিড়, তার মধ্যেই মিশে থাকতে পারে এলিয়েনরা! মানুষের সঙ্গে যাদের পার্থক্য বের করা দুঃসাধ্য।

হার্ভার্ডের ‘হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রাম’-এর এই গবেষণায় বিজ্ঞানীদের দাবি, মানুষের ভিড়ে যেমন এলিয়েনদের মিশে থাকার সম্ভাবনা রয়েছে, তেমনই মাটির নীচেও থাকতে পারে তারা। আবার চাঁদের মতো কোনও উপগ্রহে তাদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা।

শুনতে অবাস্তব লাগছে? হার্ভার্ডের গবেষকরাও বিলক্ষণ জানেন, এহেন পেপার প্রকাশিত হলে অনেকেই একে স্রেফ ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেবেন। ঘটনাচক্রে অনেক ক্ষেত্রে হচ্ছেও তা-ই। বিজ্ঞানীমহলেরই একটি অংশ এই দাবিকে মান্যতা তো দূর, গুরুত্ব দিতেও নারাজ। তবে গবেষকদের বক্তব্য, ‘জ্ঞান থেকে প্রাপ্ত নম্রতা এবং খোলা মন নিয়ে এই পেপার বিবেচনা করা উচিত।’

‘দ্য ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল হাইপোথেসিস: এ কেস ফর সায়েন্টিফিক ওপেননেস টু আ কনসিল্‌ড আর্থলি এক্সপ্লানেশন ফর আনআইডেন্টিফায়েড অ্যানোমেলাস ফেনোমেনা’ শীর্ষক গবেষণাপত্রে UFO (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) বা UAP (আনআইডেন্টিফায়েড অ্যানোমেলাস ফেনোমেনা), অর্থাৎ মহাকাশে অপরিচিত কর্মকাণ্ডের একটি সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্পেসশিপে (মহাকাশযান) ভিনগ্রহীরা তাদের পৃথিবীর বন্ধুদের (যাদের বলা হচ্ছে ‘ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল’) সঙ্গে দেখা করতে আসে।

**গবেষণাপত্রের তিন লেখক টিম লোমাস (হার্ভার্ড), ব্রেন্ডান কেস (হার্ভার্ড) এবং মাইকেল