অত্যাধুনিক রকেট-লঞ্চার সিস্টেমের প্রথম চালান পেয়েছে ইউক্রেন, যা যুদ্ধক্ষেত্রের গতি পরিবর্তন করছে
July 16, 2022

অত্যাধুনিক রকেট-লঞ্চার সিস্টেমের প্রথম চালান পেয়েছে ইউক্রেন। এগুলোকে দেশটির রাজধানী কিয়েভের অস্ত্রাগারে মজুদ করা হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রের গতি পরিবর্তন হয়েছে বলে দাবি ইউক্রেনের।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘এমএলআরএস এম ২৭০ রকেট লঞ্চার সিস্টেমের প্রথম চালান কিয়েভ পেয়েছে।’ তবে কোন দেশ পাঠিয়েছে তা উল্লেখ করেননি।
ইউক্রেন শুক্রবার বলেছে, পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার আর্টিলারি ক্রমবর্ধমানভাবে কিয়েভের অস্ত্রাগারে মজুদ হচ্ছে। প্রথম চালান তাদের হাতে এসে পৌঁছেছে, যা যুদ্ধক্ষেত্রের গতি পরিবর্তন করছে।
সম্প্রতি যুদ্ধে মোতায়েন করা মার্কিন নির্ভুল রকেট সিস্টেমের কথা তুলে ধরে ওলেক্সি রেজনিকভ বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হিমার্স রকেটের জন্য তারা এখন সৈন্যদের একটি ভালো কোম্পানি গড়ে তুলতে পারবে।’