স্বরাষ্ট্র মন্ত্রী পদে কে? প্রশ্নেই চিন্তা বাড়ছে তৃতীয় মোদী সরকারের ?

আজ (9 জুন) মোদী সরকার 3.0 গঠিত হতে চলেছে। সন্ধ্যা ৭.১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। মোদির পাশাপাশি তাঁর কয়েকজন মন্ত্রীও শপথ নেবেন। শপথ গ্রহণের আগে নতুন সরকারের মন্ত্রিসভাও গঠন করতে হবে।
সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু মোটেই চান না শাহকে ফের হোম মিনিস্ট্রি দেওয়া হোক। তিনি চাইছেন নয় তাঁর দলের বা বিজেপির অন্য কারওকে সেই দায়িত্ব দেওয়া হোক। আর এখানেই কপালে ভাঁজ বিজেপির শীর্ষ নেতৃত্বের। কোন অঙ্কে এগোলে সব দিক ঠিকঠাক থাকবে তা শনিবার রাত পর্যন্ত ঠিক করতে পারেননি তাঁরা। আর চিন্তা বেড়েছে এতেই।
এ বারের ভোটে ২৪০ আসন পেয়ে থেমে গেছে বিজেপির ‘বিজয়রথ’। তাই ভরসা এবার এনডিএ শরিকরা। সেই শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসন চন্দ্রবাবু নাইডুর টিডিপি-র। সেই দলের আসনসংখ্যা ১৬। তার পরেই নীতীশ কুমারের দল রয়েছে ১২টি আসন নিয়ে। এই দুই দলের কেউ একজন যদি সমর্থন না দেন, তা হলে আর মোদীর সরকার গড়া হবে না।