“আবার শূন্য থেকে শুরু করব”-ভোটে হেরেও ফুল জোশে দিলীপ, প্রশ্ন তুলে পাশে পাচ্ছেন অনেককে

রাজনীতির ময়দানে প্রায়ই চর্চায় থাকেন দিলীপ ঘোষ। ভোটে হেরে যাওয়ার পরেও সারাদিন আছেন দিব্যি জোশে। ঘুরছেন বিভিন্ন এলাকায় ও নিয়মিত সংবাদ মাধ্যমকে দিচ্ছেন সাক্ষাৎকার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলছেন, ‘আমি যখন দলে এসেছিলাম, তখন শূন্য থেকে শুরু করেছিলাম। এখনও আমার হাতে কিছু নেই। আবার শূন্য থেকে শুরু করব।’
দিলীপের কথায়, ‘ভোট পরবর্তী সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এখন ঘরে বসে থাকার জো নেই। কর্মীদের পাশে আমাদের থাকতে হবে। প্রথমে মেদিনীপুর যাব। সেখান থেকে বর্ধমান। তারপর একে একে পশ্চিমবঙ্গের সব জেলাতেই যাব।’
তাঁর ক্ষোভ, ‘জানি না, বর্ধমান-দুর্গাপুরে আমাকে জিততে পাঠানো হয়েছিল, নাকি হারতে! বিশ্লেষণ প্রয়োজন।’
দিলীপের কথায়, ‘ওল্ড ইজ গোল্ড। তাই নতুনদের গুরুত্ব দিতে গিয়ে পুরোনোদের উপেক্ষা করা চলবে না।’
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে উদ্ধৃত করে দিলীপ নিজের এক্স-হ্যান্ডেলে পোস্ট করেন, ‘আমার একটা কথা মাথায় রেখো, দলের পুরোনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। তেমন হলে দশজন নতুন কার্যকর্তা দল থেকে বেরিয়ে যাক। কারণ, পুরোনো কর্মীরাই আমাদের বিজয়ের গ্যারান্টি। খুব দ্রুত নতুন কার্যকর্তাদের উপর ভরসা করা উচিত নয়।’