ভাইরাল কৃষকদের নিয়ে করা কঙ্গনার মন্তব্য, কী ছিল ২০২০ সালের সেই পোস্টে? দেখেনিন এক নজরে

ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক নারী কর্মী অভিনেত্রী ও বিজেপি দলীয় সদ্য নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে থাপ্পড় মেরে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় কঙ্গনার গালে কষিয়ে থাপ্পড় মারেন নিরাপত্তাকর্মী কুলিন্দর কৌর।

সদস্য নির্বাচিত সংসদ সদস্যের গালে থাপ্পড় মারার এই ঘটনায় নাগরিকদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে। কী কারণে ওই অভিনেত্রীর গালে ক্ষোভ ঝারলেন নিরাপত্তাকর্মী কুলিন্দর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরোনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন।‌‌

ঘটনার সূত্রপাক ২০২০ সালে। তিন কৃষক বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কৃষকরা। শয়ে শয়ে কৃষক পদযাত্রা করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। সে সময় কঙ্গনা রানাউত একটি পোস্ট করেছিলেন। এক বৃদ্ধা মহিলাকে বিলকিস বানো বলে চিহ্নিত করে তিনি লেখেন, ‘শাহিন বাগের পরিচিত মুখ বিলকিস বানো ইনি। এদের ১০০ টাকাতেই পাওয়া যায়।’ তাঁর এই পোস্ট ঘিরে দেশজুড়ে সমালোচনা হয়। বিতর্কের মুখে শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করতে বাধ্য হন কঙ্গনা রানাউত।

কৃষক আন্দোলনকে অসম্মান করার জন্য তিনি কঙ্গনাকে থাপ্পড় মেরেছেন বলে স্বীকারোক্তি কুলবিন্দরের। তিনি বলেন, ‘উনি একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, কৃষকরা ১০০ টাকার লোভে আন্দোলনে বসেছে। তিনি কি নিজে গিয়ে সেখানে বসবেন? আমার মা সেখানে ছিলেন। কৃষকদের সঙ্গে তিনি আন্দোলনে সামিল হন।