পুরীর গুণ্ডিচা মন্দিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন জগন্নাথ ভক্তরা

পুরী: শনিবার সকালে ভয়াবহ আগুন লেগেছিল পুরীর বিখ্যাত গুণ্ডিচা মন্দিরে। মন্দিরের পূর্ব দিকের ‘নকাচনা দ্বার’ নামক প্রবেশদ্বারের কাছে একটি ফাইবারের ব্যারিকেডে আগুন লেগে স্থানীয়দের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের কারণ এখনও অজানা। মন্দির কর্মীরা সকালে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, আগুনে মন্দিরের কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গুণ্ডিচা মন্দির পুরীর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। রথযাত্রার সময় এখানেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয়রা ব্যাপকভাবে উদ্বিগ্ন।
উল্লেখ্য:
এই ঘটনার মাত্র দুই দিন আগে, পুরীর জগন্নাথ মন্দিরে আতসবাজি ফোটানোর সময় বিস্ফোরণে 3 জন নিহত ও 25 জন আহত হয়েছিলেন।গুণ্ডিচা মন্দির পুরীর মূল মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত।