রাহুলকে ফোন মোদীর! গান্ধী পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা প্রধানমন্ত্রীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার গান্ধী পরিবারের সাথে মোদির ব্যক্তিগত সাম্প্ৰতিক কি রকম সে বিষয়ে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানালেন মোদী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ের একটি ঘটনা উল্লেখ করে মোদী বলেন, ‘রয়্যাল ফ্যামিলি ছাড়া বাকি সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। ব্যক্তিগতভাবে রয়্যাল ফ্যামিলির কারও সঙ্গে আমার সম্পর্ক নেই। তবে অসময়ে আমি সর্বদা তাঁদের পাশে দাঁড়িয়েছি। একবার ভোটের সময় মহারাষ্ট্রে রাহুল গান্ধীর বিমানে সমস্যা দেখা দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে তাঁকে ফোন করেছিলাম। কাশীতে আমার বিরুদ্ধে প্রচার করতে গিয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। আমি দ্রুত একটি বিশেষ বিমানের আয়োজন করে তাঁকে দিল্লি ফেরানোর ব্যবস্থা করি।’
নরেন্দ্র মোদী বলেন, ‘আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ( সোনিয়া গান্ধীর বিমান দমনে ক্র্যাশ করে) ঘটনাটি ঘটেছিল। আমি আহমেদ প্যাটেলের সঙ্গে ফোন কথা বলি। জানতে পারি পরিস্থিতি উদ্বেগজনক। দ্রুত তাঁদের জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করি। ওঁরা আমায় জানিয়েছিলেন, নিরাপদে রয়েছেন তবে হেলিকপ্টারটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই প্রত্যেকটি মানুষ আমাদের দেশের জন্য কাজ করছেন। এখানে রাজনীতি মেশানো উচিত নয়। সুসম্পর্ক বজায় রাখা জরুরি।’
তিনি বলেন, ‘গত ২৪ বছর ধরে ক্রমাগত সমালোচনা শুনতে শুনেত এখন আমি গালি প্রুফ হয়ে গিয়েছি। বিরোধীরা আসলে এতটাই হতাশ, গালি দেওয়া ওদের স্বভাবে পরিণত হয়েছে। কখনও আমায় মত কা সৌদাগর আবার কখনও গান্দি নালি কা কিড়া বলে ডাকা হয়।’