বৃষ্টির মধ্যেই TMC-র ফ্লেক্স ছিঁড়ছেন BJP -র মণ্ডল সভাপতি! এলাকায় শাসক-বিরোধী তরজা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে।
একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তাঁর সঙ্গে এক মহিলা রাতের অন্ধকারে দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ছেন (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টেক ইনফরম্যাটিক্স )। এরপরেই প্রতিবাদে সরব হয় তৃণমূল।
এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট দোকানের মালিক শুভজিৎ পোদ্দার বলেন, ‘সুদীপ্ত রায়ের পতাকা ছেঁড়ার দৃশ্য আমার দোকানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। ওরা ফোন করে আমাকে জিজ্ঞাসা করে আমি সেই ফুজেট অন্য কাউকে দিয়েছি কিনা। আমি প্রথমে কোনও উত্তর দিইনি। এরপর রাগে-ক্ষোভে ওরা আমার দোকানে চড়াও হয়, বিভিন্নভাবে আমাকে হয়রানি করে। আমার ব্যবসা তুলে দেওয়ার হুমকি দিয়েছে।’
তৃণমূল নেতা সন্দীপ চৌধুরী বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সিসিটিভি ফুটেজ প্রকাশ করায় যেভাবে দোকানদারকে মারধর করা হয়েছে তা লজ্জার। এভাবে তো সাধারণ মানুষ ভয় পাবেন, ভোট দিতে যেতে চাইবেন না! আমরা মেইলের মাধ্যমে কমিশনে অভিযোগ জানিয়েছি।’