দুই যুবক-যুবতীর রহস্যময় মৃত্যু, ‘দুর্ঘটনা নয়, এটা খুন’ – প্রশ্ন তুলেছে পরিবার, রাত ২টোয় কীভাবে ঘটল সেই ঘটনা?

মধ্যপ্রদেশের জব্বলপুরে গত শনিবার রাতে একটি রহস্যময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক-যুবতী। বাইকে করে বাড়ি ফেরার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি পোরশে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনীশ আওয়াধিয়া ও অশ্বিনী কোষ্টা নামে ওই দুই তথ্য প্রযুক্তি কর্মীর।
১৮ বছর বয়সী গাড়ির চালককে গ্রেফতার করা হলেও মাত্র ১৫ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রশ্ন তুলেছে মৃতদের পরিবার।একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা রাত ২ টো ১৫ মিনিট নাগাদ। পিছন দিক থেকে ধাক্কা মারে গাড়িটি। গ্রেফতার হয় গাড়ির চালক। পরে কয়েকটি সহজ শর্তে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করছেন, ‘এটা দুর্ঘটনা নয়, এটা খুন।’
অভিযুক্ত চালক প্রাপ্তবয়স্ক নয় এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল।সে ২৪০ কিমি গতিতে গাড়ি চালাচ্ছিল।তার কাছে কোনও ড্রাইভিং লাইসেন্সও ছিল না।পুলিশ দ্রুত তাকে ছেড়ে দেওয়ার কারণে প্রশ্ন উঠছে।
অনীশ আওয়াধিয়ার এক আত্মীয় অখিলেশ আওয়াধিয়া বলেন, “অভিযুক্ত প্রাপ্তবয়স্ক নয় এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। ২৪০ কিমি গতিতে গাড়িটি নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। তার কাছে কোনও ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এটা দুর্ঘটনা নয়, এটা খুন।”অশ্বিনী কোষ্টার পরিবারের দাবি, ১৫ ঘণ্টার মধ্যে এভাবে অভিযুক্তকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। তারা তদন্তের দাবি জানাচ্ছেন।
অশ্বিনীর এক আত্মীয় বলেন, “অশ্বিনীর জীবনে অনেক স্বপ্ন ছিল। অনেক বড় হয়ে বাবা-মাকে গর্বিত করবে, এই ইচ্ছা ছিল। সব শেষ হয়ে গেল একটা ঘটনায়।”এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ধারায় মামলা করা হবে তা এখনও স্পষ্ট নয়।