জল ভরার নেই ঝামেলা! AC-র মতো ঠান্ডা রাখবে সস্তা এই কুলার, জেনেনিন কত দাম?

ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রা কমছে না। পাখার হাওয়াও স্বস্তি দিতে পারছে না। এই প্রচন্ড গরম থেকে বাঁচার একমাত্র উপায় হলো এয়ার কন্ডিশনার। কিন্তু এসির দাম অনেক বেশি, সবার পক্ষে কেনা সম্ভব নয়।এক্ষেত্রে বিকল্প সমাধান হতে পারে ডেজার্ট এয়ার কুলার। মাত্র ৬ হাজার টাকা থেকে শুরু হয় এই কুলারের দাম। এসির মতোই ঠান্ডা করে ঘর।
কিন্তু অনেকেই ভাবেন, ডেজার্ট এয়ার কুলারে বারবার জল ভরতে হবে। তাই এসির চেয়ে ঝামেলা বেশি। কিন্তু নতুন ডেজার্ট এয়ার কুলারে বারবার জল ভরার দরকার নেই!জামশেদপুরের সাকচি মেন মার্কেটের মাই চয়েস শপের মালিক রাজেশ আগরওয়াল জানান, “নতুন ডেজার্ট এয়ার কুলারে জলের পরিবর্তে বরফের টুকরো দিতে হয়। ফলে ঘর আরও বেশি ঠান্ডা হয়। সাধারণ কুলার যেখানে ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত ঠান্ডা করতে পারে, এই কুলার ৪০ ফুট পর্যন্ত ঠান্ডা করতে পারে।”
ডেজার্ট এয়ার কুলারের আরও কিছু সুবিধা:
৬ হাজার টাকা থেকে শুরু হয় দাম।
আকারে ছোট, তাই সহজে বহন করা যায়।
এসির তুলনায় বিদ্যুৎ খরচ কম।রক্ষণাবেক্ষণের খরচ কম।
বাজারে বিভিন্ন নামি ব্র্যান্ডের ডেজার্ট এয়ার কুলার পাওয়া যায়। ৫৫ লিটার থেকে ১৩৫ লিটারের ট্যাঙ্কের কুলার কিনতে পারবেন।তাহলে আর দেরি কেন? আজই কিনুন ডেজার্ট এয়ার কুলার এবং গরমের হাত থেকে মুক্তি পান!