পাড়ার বৌ-এর সঙ্গে পরকীয়া, সন্দেহ করেই পিটিয়ে মেরে ফেলা হল যুবককে, তদন্ত করছে পুলিশ

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পাটোন এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটনায় ২৭ বছর বয়সী পাঁচু হালদার নামের ওই যুবকের মৃত্যু হয়। পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি।
মৃতের পরিবারের অভিযোগ:
পাঁচু হালদার গতকাল সন্ধ্যায় পাটন এলাকায় মদ্যপান করতে যান।গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকার এক গৃহবধূর সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।এই সন্দেহেই স্থানীয় বাসিন্দারা তাকে একটি গাছে বেঁধে মারধর করে।মারধরের পর পাঁচু হালদার সংজ্ঞাহীন হয়ে পড়েন।পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশে অভিযোগ দায়ের করে।
পুলিশের পদক্ষেপ:
গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচু হালদারকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায়।কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পিটিয়ে মারার অভিযোগে পুলিশ সুভাষ সরেন, যিশু মার্ডি এবং লোকেশ মুর্মু নামে তিনজনকে আটক করে।মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে:
পাঁচু হালদারের বাড়ি মহারাজপুর থানার রথখোলা এলাকায়।ঘটনার তদন্ত চলছে।