ভোটার তালিকায় নাম ‘ডিলিটেড’, ভোট দেওয়া হলো না মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুনের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এই চর্চার মাঝেই উঠে এলো আরও এক খবর। ৫ ম দফা ইলেকশনে ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি।

সোমবার সকালে তিনি মধ্য হাওড়ার একটি বুথে ভোট দিতে গিয়ে দেখেন, তাঁর নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। ফলে এই লোকসভা কেন্দ্রে বাবুনের আর ভোটই দেওয়া হবে না। কারণ, কলকাতার ঠিকানার ভোটার লিস্ট থেকেও তাঁর নাম মুছে গিয়েছে।

এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন ” ‘যবে থেকে ভোটার হিসেবে নাম উঠেছে, তবে থেকে সব নির্বাচনেই ভোট দিয়েছি। এই প্রথমবার ভোট দিতে পারলাম না। এটা আমার কাছে যেমন যন্ত্রণার, তেমনই ভোটিং সিস্টেমের কাছে লজ্জার। যোগ্য ভোটার বাদ যাওয়াটা সিস্টেম হতে পারে না।’

‘২০২২ সালে আমি হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের ৬/১ দীনু মাস্টার লেনের বাসিন্দা হিসেবে ভোটার লিস্টে নাম তুলি। সেই হিসেবে এটাই আমার কাছে হাওড়ায় প্রথম ভোট ছিল।’