“প্রভু জগন্নাথও মোদীভক্ত!”-BJP নেতার মন্তব্যে শোরগোল রাজনীতিতে

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্যে শোরগোল দেশের রাজনীতিতে। মূলত ওড়িশায় ভোট প্রচারে যান মোদী। সেখানে সম্বিত পাত্রকে নিয়ে প্রচারের বের হবার আগে প্রধানমন্ত্রী পুজো দেন জগন্নাথ মন্দিরে। আর সেই সময় সম্বিত পাত্র সাংবাদিকদের সামনের মুখোমুখি হয়ে বলেন ”লাখ লাখ মানুষ আজ জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। জগন্নাথদেব নিজে মোদীর ভক্ত। আর আমরা সকলেই মোদীর পরিবার।”
This sambit Patra is saying that
"Jagannath is Modi 's devotee"!!
Same on you sambit Patra pic.twitter.com/TCq8jdLMWF— KRISHNA Kanth tyagi (@KathTrishul) May 20, 2024
আর সেই মন্তব্য নিয়ে শোরগোল ও বিতর্ক শুরু হতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নেন সম্বিত পাত্র।
সম্বিত পাত্রের বিবৃতি, ‘আজ আমার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর রোড-শোয়ের পর আমি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রভু জগন্নাথদেবের বড় ভক্ত। প্রবল গরমে এবং মারাত্মক ভিড় ছিল সে সময়। আমি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বারবার একই কথা বলছিলাম। তখনই অনিচ্ছাকৃতভাবে বলে ফেলি, মহাপ্রভু জগন্নাথদেব প্রধানমন্ত্রী মোদীর ভক্ত। এটা কখনওই সত্যি হতে পারে না। কোনও মানুষ সচেতনভাবে এমনটা বলতে পারে না। ভগবান মানুষের ভক্ত, এ কথা কখনও মুখেও আনা যায় না। আমি ইচ্ছে করে এ কথা বলতে চাইনি। আমি জানি অনেকেই আমার এ কথায় বেদনাহত হয়েছেন। অনিচ্ছাকৃত ভুল তো ভগবানও ক্ষমা করে দেন। আমি মহাপ্রভু জগন্নাথদেবের কাছেও ক্ষমাপ্রার্থী। এই স্লিপ অফ টাংয়ের জন্য আমি ক্ষমা চাইছি। আর তাই আমি প্রায়শ্চিত্ব হিসেবে উপোস করব।’
आज महाप्रभु श्री जगन्नाथ जी को लेकर मुझसे जो भूल हुई है, उस विषय को लेकर मेरा अंतर्मन अत्यंत पीड़ित है।
मैं महाप्रभु श्री जगन्नाथ जी के चरणों में शीश झुकाकर क्षमा याचना करता हूँ। अपने इस भूल सुधार और पश्चाताप के लिए अगले 3 दिन मैं उपवास पर रहूँगा।
जय जगन्नाथ। 🙏
ଆଜି ଶ୍ରୀ… pic.twitter.com/rKavOxMjIq
— Sambit Patra (Modi Ka Parivar) (@sambitswaraj) May 20, 2024