টিকিট কাটতে চাইলেও পাবেন না টিকিট, ফ্রি-তে যেতে পারবেন যাত্রীরা! কোথায় রয়েছে এই স্টেশন?

এমন ঘটনা কি কখনও শুনেছেন? ট্রেন আছে, যাত্রীও আছে, তবুও টিকিট পাওয়া যাচ্ছে না! কারণ? টিকিট কাউন্টার বন্ধ?

না, এমন নয়। টিকিট কাউন্টার খোলা থাকা সত্ত্বেও যাত্রীরা হতাশ। কারণ, ঠিকাদার টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছেন।

এক-দেড় মাস ধরেই চলছে এই টিকিট সংকট

উত্তর প্রদেশের গাজিপুর জেলার ঘাট রেলওয়ে স্টেশনে গত দেড় মাস ধরেই এই চিত্র। শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনে যাত্রীরা টিকিট না পেয়ে বিকল্প উপায়ে ট্রেনে উঠছেন, অথবা বিনা টিকিটেই ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন।

কেন বন্ধ টিকিট বিক্রি?

এই স্টেশনে টিকিট বিক্রির দায়িত্ব ছিল একজন ঠিকাদারের উপর। কিন্তু বিনা নোটিশে ঠিকাদার চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে টিকিট বিক্রি। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।

টিকিট না পাওয়ায় যাত্রীদের ভোগান্তি

টিকিট না পেয়ে অনেকেই অন্য স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠছেন। কিন্তু অনেকেই বাধ্য হয়ে বিনা টিকিটে ট্রেনে চড়ছেন। এর ফলে জরিমানার ঝুঁকিতেও পড়ছেন।

রেলওয়েও ক্ষতিগ্রস্ত

টিকিট বিক্রি বন্ধ থাকায় রেলওয়েও আয় হারাচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে রেলওয়ের আয় আরও কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

সমাধানের দাবি

এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তারা রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত টিকিট বিক্রির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।