ভোটের পাশাপাশি জমিয়ে হচ্ছে টিফিনও! এক দল দিচ্ছে মুড়ি-ঘুগনি, আরেক দল দিচ্ছে কেক

কিছু কিছু বুথে সকাল থেকেই চলছে খুবই শান্তিপূর্ণ ভাবে ভোট। আবার কোনো জায়গায় বা দেখা যাচ্ছে মারধর শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। তবে এর মাঝেই উঠে এলো অভিযোগ। ভোটারদের ঘুগনি, পাউরুটি, মুড়ি খাইয়ে হাত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠল দাদপুর থানার মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৭৮ নম্বর বুথের পাশে।

সেখানে অভিযোগ করা হয় যে, ওই বুথে নাকি ভোটারদের নাকি টিফিন খাইয়ে হাত করে নেওয়া হচ্ছে। আর যিনি এই অভিযোগ করেছেন তিনি খোদ একজন সাধারণ ভোটার।

দাদপুর ১৭-১৮ নম্বর রোডের পাশেই তৃণমূলের তরফ থেকে সকলকে খাবার খাওনা হচ্ছে বলে জানা যায়। এক ভোটার বলেন, “বুথের কাছাকাছি একটা বাড়ি থেকে মুড়ি, পাউরুটি, য়া হচ্ছে। এটা ঠিক নয়। সঙ্গে ভোটারদের টোটো করে আনা হচ্ছে। এটা রাজনৈতিক উদ্যোগে হচ্ছে। এটা একেবারেই দেওয়া উচিত না। এটা নির্বাচনী বিধিভঙ্গ। সকাল থেকে এসব চলছে।”

যদিও অন্য এক ব্যক্তি ঘুগনীর বাতি হাতে নিয়েই বলেন, কোনো দল হিসেবে খাওয়ানো হচ্ছে না । এখানে সব সাধারণ মানুষদের খাওয়ানো হচ্ছে। কে বিজেপি করে কে টিএমসি ওসব দেখে খাবার দেওয়া হচ্ছে না বলে জানান ওই ব্যক্তি।

পরবর্তীতে বিজেপির স্থানীয় এক কর্মী নাম সঞ্জয় পাত্র। তিনি বলেন, “তৃণমূল থেকে খাওয়াচ্ছে। আমরাও খাওয়াচ্ছি। একটা করে কেক দিচ্ছি। তবে ভোটারকে দিচ্ছি এমন নয়। সঙ্গে বাচ্চা এলে তাকেও তো দিচ্ছি। এই গরমে খাালি পেটে থাকবে, তাই দেওয়া হচ্ছে।”