মহিলাদের সঙ্গে ‘অশ্লীল আচরণ’ ‘গালিগালাজ’,পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নালিশ TMC -র

তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি আজ সোমবার সকাল থেকেই বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন। আর তখনই দলেরই কর্মী সমর্থকরা তাকে ঘিরে ধরে বিস্ফোরক অভিযোগ করে বসলেন। তারা প্রাথীকে দেখামাত্রই জানান যে রাজ্যপুলিশের এক কর্মী মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন।
তাদের দাবি, মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন রাজ্য পুলিশেরই এক কর্মী। বিষয়টি শুনেই ক্ষুব্ধ হন তৃণমূল প্রার্থী।
ঘটনাটি ঘটেছিলো বনগাঁ লোকসভা কেন্দ্রের বনগাঁ ৯৫/ ২৬৩ নম্বর বুথে। সেখানেই তৃণমূল কর্মীরা দাবি করেন, আজ সোমবার সকাল থেকেই খুবই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল । আর হঠাৎ সেই সময় রাজ্য পুলিশের এক কর্মী অশ্লীল আচরণ করা শুরু করেন মহিলাদের সঙ্গে। এমনকি ওই পুলিশ কর্মী মহিলাদের সঙ্গে খুবই খারাপ ভাষায় কথা বলেন বলেও অভিযোগ উঠেছে।
বিশ্বজিৎবাবু সাংবাদিকদের জানান, “সকলের বাড়িতেই মা-বোন থাকেন। আমাদের কর্মীরাই অভিযোগ করেছেন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। আমি অফিসারদের জানিয়ে দিয়েছি। অশোভন আচরণ করা ঠিক নয়। একজন কর্তব্যরত পুলিশ মহিলাদের গালিগালাজ করেছেন। ওনাকে আচার-আচরণ ঠিক করতে হবে।”