কেজরিওয়ালের অন্তবর্তী জামিনে কার লাভ? বেকায়দার বিজেপি? জানালেন প্রশান্ত কিশোর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার কেজরিওয়াল এর জামিন পেয়ে ফেরা প্রসঙ্গে মুখ খুললেন ভটকুশলী প্রশান্ত কিশোর।

কেজরিওয়ালের অন্তবর্তী জামিনে কংগ্রেসের জন্য সিঁদুরে মেঘ দেখছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর মতে, কেজরিওয়ালের অন্তবর্তী জামিন আদতে কংগ্রেসেরই ক্ষতি, বিজেপির নয়।

ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেন, ‘আপ সমগ্র ভারতে লড়ছে না। আপ ২২টি আসনে লড়ছে। কংগ্রেস ও আপ একসঙ্গে জোট বেঁধে লড়ছে দিল্লিতে। দিল্লিতে সাত লোকসভা আসন রয়েছে। এবার যা পরিবর্তন ঘটার তা এই ২২ আসনেই ঘটবে। ২২টি আসনের মধ্য়ে পঞ্জাবে আপ ও কংগ্রেসের মধ্য়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।’

পিকের কথায়, ‘পঞ্জাবে কিছু আসনে বিজেপিও খেলোয়াড়। ২০১৯ সালে, বিজেপি পাঞ্জাবে দুটি আসন জিতেছিল – গুরুদাসপুর এবং হোশিয়ারপুর। এবার বিজেপি রাজ্যের ১৩টি আসনেই লড়ছে।’

পিকের মতে, ‘কারাগার থেকে কেজরিওয়ালের মুক্তি দলীয় কর্মী ও নেতাদের মনোবল বাড়িয়ে তোলার জন্য সহায়ক অবশ্যই তবে বিষয়টি দিল্লি ও পঞ্জাবের বাইরের ভোটারদের অনুভূতিকে প্রভাবিত করতে পারবে না।’

পিকে। বলেন, ‘সমস্ত মন্তব্য ও বিতর্কের পর উত্তর ও পশ্চিমে বিজেপির আসনের কোনও বড় পতন দেখতে পাচ্ছি না। দক্ষিণ ও পূর্বে বিজেপির ভোট ভাগ ও আসন বাড়তে পারে। বিজেপি প্রায় ৩০০ আসনে জিতবে। এতে বড় কনও পরিবর্তন দেখতে পাচ্ছি না।’

পিকের মত, ‘কেউ ৪০০ আসন পাবে এটা সম্ভব নয়। বিজেপির এনডিএ-এর জোটে এমন কিছু লক্ষ্য করিনি যা চমকপ্রদ ফলাফলের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এটি দলীয় কর্মীদের দেওয়া স্লোগান, সাইকোলজিক্যাল গেম।’