“৭৫ বছরে অবসর নেবেন না বলেননি মোদী!”-প্রধানমন্ত্রী বিতর্ক উস্কে ফের দাবি কেজরিওয়ালের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার ৭৫ বছর বয়সে প্রধানমন্ত্রীর অবসর বিতর্ক নিয়ে ফের সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আর এবার ৭৫ বছর বয়সে প্রধানমন্ত্রীর অবসর বিতর্ক নিয়ে ফের সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উত্তর প্রদেশের এক সভায় অরবিন্দ কেজরিওয়াল ফের বলেন, ” ‘প্রধানমন্ত্রী মোদী তো কখনও বলেননি যে তিনি ৭৫ বছরে অবসর নেবেন না।’

এদিন উত্তরপ্রদেশ থেকে ফের একই তত্ত্ব তুলে ধরলেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তো ৭৫-এ অবসর নেবেন না এমনও বলেননি। গোটা দেশ বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী তাঁর অবসরের বয়সের নিয়ম ভাঙবেন না।’

অরবিন্দ কেজরিোয়াল আরও বলেন, ‘অমিত শাহের প্রধানমন্ত্রী হওয়ার মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। ওঁর জন্য বিজেপি সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়েছে, তা সে শিবরাজ চৌহান হোক কিংবা রমন সিং, বসুন্ধরা রাজে, মনোহর লাল খট্টর বা দেবেন্দ্র ফড়ণবীস। এখন ওকে একমাত্র চ্যালেঞ্জ করার মতো রয়েছে যোগী আদিত্যনাথ। তাঁকেও ২-৩ মসে সরিয়ে দেওয়া হবে।’

অমিত শাহ এই প্রসঙ্গে বলেন,‘আমি অরবিন্দ কেজরিওয়াল অ্যান্ড কোম্পানিকে বলতে চাই যে মোদিজি ৭৫ বছর বয়সে আপনার খুশি হওয়ার কিছু নেই। বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই যে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তাঁর মেয়াদ পূর্ণ করবেন। দলের মধ্যে কোনও বিভ্রান্তি নেই।’

Editor001
  • Editor001