“বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের”-দাবি করলেন হিমন্ত বিশ্ব শর্মা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বুধবার ঝাড়খণ্ডের এক সভায় হিমন্ত বলেন, ‘লোকসভা ভোটে বিজেপি ৪০০ আসন পার করলেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে যুক্ত করা হবে।’
বিজেপির এক সভায় তিনি বলেন, ‘গত বার লোকসভা ভোটে ৩০০ আসন জিতে বিজেপি ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে, রাম মন্দির তৈরি করেছে। এবার ৪০০ আসনে জিতে বিজেপি বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে মন্দির বানাবে।’
প্রসঙ্গত, বেশকিছুদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরে চলছে সরকার বিরোধী আন্দোলন। সাম্প্রতিক দ্রব্য মূল্য বৃদ্ধি ও কর বৃদ্ধি আরোপের প্রতিবাদে সেখানে চলছে তুমুল আন্দোলন।