BigNews: কয়লা পাচার মামলায় আত্মসমর্পণ লালার, ২১ মে চার্জশিট পেশ করবে সিবিআই

বেআইনি কয়লা পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাজি, ওরফে লালা, আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তিনি আজ সকালে আদালতে আত্মসমর্পণ করেন।

আদালত লালাকে ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে যে তিনি তার পুরুলিয়ার নিতুরিয়া গ্রামের বাসস্থানের বাইরে যেতে পারবেন না এবং সিবিআই ও আদালতের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

২১ মে এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করবে বলে সিবিআই জানিয়েছে।

আজ আদালতে তদন্তের গতি নিয়ে প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারক তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসা করেন যে, মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিন বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষাকবচে থাকা সত্ত্বেও তারা এতদিন কী করেছে।

আদালত সিবিআইকে আগামী ২১ মে চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে ট্রায়াল শুরু করার নির্দেশ দেয়।

তবে সিবিআই আদালতে প্রশ্ন তোলে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করে চূড়ান্ত চার্জশিট দেওয়া সম্ভব কিনা। বিচারপতি লালাকে গ্রেপ্তারের ক্ষেত্রে রক্ষাকবচ থাকলেও জিজ্ঞাসাবাদে কোন বাধা নেই বলে স্পষ্ট করে জানান।

লালা আদালত থেকে বেরিয়ে গাড়িতে চেপে চলে যান। তিনি সংবাদ মাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেননি।