SPORTS: আইপিএলে ‘নিষিদ্ধ’ হলেন ঋষভ পন্থ, জেনেনিন কেন পেলেন শাস্তি

এক ম্যাচের জন্য নিষিদ্ধ (সাসপেন্ড) হয়েছেন রিশাভ পান্ট। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না। এবারের আইপিএলে তার দল তিনটি ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পান্টকে নিষিদ্ধ করেছে।

ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৩০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে পান্টের। মন্থর ওভার রেটের জন্যই এই শাস্তি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মন্থর ওভার রেট ছিল দিল্লির। তিনবার একই ভুল করার জন্য দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা দিতে হবে। অধিনায়ক বলে শাস্তি বেশি পান্টের।

প্রথমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মন্থর ওভার রেটের জন্য পান্টের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। দ্বিতীয়বার বিশাখাপত্তমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়েছিল দিল্লি। সেই হারের পর পান্টের জরিমানা হয়েছিল। মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল পান্টের।

তৃতীয়বার একই ভুল করলে যে একটি ম্যাচ থেকে নিষিদ্ধ হতে হবে তা তখনই জানিয়ে দেওয়া হয়েছিল। রোববার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। প্লে-অফে উঠতে হলে সেই ম্যাচে জয় প্রয়োজন দিল্লির। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ককেই পাবে না তারা।