ডাক্তারির প্রবেশিকার প্রশ্ন ফাঁসের অভিযোগ, মুখ খুলল পরীক্ষা নিয়ামক সংস্থা NTA

ডাক্তারির স্নাতক স্তরের অভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET UG-তে প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন লাখ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক।

এই আবহে, প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুলেছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। একটি বিজ্ঞপ্তি জারি করে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন তারা।

সোমবার, 6 মে NTA-র তরফে জারি করা নির্দেশিকায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মোট 5টি পয়েন্টে এর ব্যাখ্যা দিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা।

NTA-র ব্যাখ্যা অনুযায়ী:
NTA দাবি করেছে যে, তাদের কাছে এমন কোন প্রমাণ নেই যা প্রমাণ করে যে NEET UG 2024-এর প্রশ্ন ফাঁস হয়েছে। NTA বলেছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ যারা ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে NTA। NTA নিশ্চিত করেছে যে, পরীক্ষা পুরোপুরি নিরাপদ এবং কোন অনিয়মের সুযোগ নেই। NTA পরীক্ষার্থীদের অনুরোধ করেছে যে, তারা যেন ভুয়া খবর ও তথ্যে বিশ্বাস না করেন এবং পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুতি নেন।

NTA-র এই ব্যাখ্যা অনেক পরীক্ষার্থী ও অভিভাবককেই সন্তুষ্ট করতে পারেনি। তারা আরও তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।