বিশেষ: আংটি-চেন পড়া নিষিদ্ধ! জেনেনিন কেন সোনার গয়না মুসলিম পুরুষদের জন্য হারাম?

ইসলাম ধর্মে সোনার গয়না পরা পুরুষদের জন্য হারাম। কিন্তু, মহিলাদের ক্ষেত্রে এমন কোনও নিষেধাজ্ঞা নেই। এই নিয়মের পিছনে বেশ কিছু কারণ রয়েছে।
অহংকার ও দেখনদারি
মুসলিম ধর্মগুরুদের মতে, পুরুষদের মধ্যে অহংবোধ অনেক বেশি থাকে। ফলে সোনার গয়না পরলে তাঁদের মধ্যে দেখনদারিও বেড়ে যায়। বেশি বেশি গয়না পরে মানুষজনকে দেখানোর চেষ্টা করতে শুরু করেন পুরুষরা। যা ইসলাম ধর্ম মেনে নেয় না। ফলে গয়না পরার অনুমতি দেওয়া হয় না পুরুষদের।
কেবলমাত্র মহিলাদের জন্য সাজসজ্জার অনুমতি
ইসলাম ধর্ম অনুযায়ী, সাজসজ্জার অনুমতি রয়েছে কেবল মহিলাদেরই। পুরুষদের জন্য সাজসজ্জা করা নিষিদ্ধ। এই নিয়মের আওতায় সোনার গয়না পরাও পড়ে।
সিল্কের পোশাক পরাও হারাম
কেবলমাত্র সোনা নয় সিল্কের পোশাক পরাও পুরুষদের জন্য হারাম। যে জিনিস স্বর্গে গিয়ে পাওয়া যাবে, তা মর্তে ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। এই নিয়মের আওতায় সোনার গয়নাও পড়ে।
রুপোর আংটির ক্ষেত্রে ছাড়
সোনার গয়না হারাম হিসেবে ধরা হলেও রুপোর আংটির ক্ষেত্রে কেন ছাড় মেলে? ইসলাম ধর্মের অধিকাংশ পণ্ডিত মনে করেন, রুপোর আংটি পুরুষদের ক্ষেত্রে অনেকটা পকেটমানির মতো। যে সময় এই নিয়ম চালু করা হয়েছিল, সে সময় ৪০০ গ্রাম রুপোও মহামূল্যবান ছিল। তবে এখন সেই দর অনেকটাই কমে গিয়েছে।
অবশ্যই, এই নিয়মগুলির পিছনে সঠিক কোনও কারণ জানা যায়নি। তবে মুসলিম ধর্মগুরুরা যে ব্যাখ্যা দিয়ে থাকেন, তা বেশ গ্রহণযোগ্য।