সর্বদাই ক্লাসে হতো প্রথম! ধারবাহিক সাফল্য কী ভাবে? জানালেন মাধ্যমিকে চতুর্থ তপজ্যোতি

হুগুলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মণ্ডল মাধ্যমিক পরীক্ষায় ৯৮.৫৭% নম্বর পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ১০ পর্যন্ত সর্বদাই তিনি তার ক্লাসে প্রথম স্থানে ছিলেন।
তপজ্যোতির বাবা সব্যসাচী মণ্ডল একজন শিক্ষক এবং মা অদিতি মণ্ডল গৃহিণী। তপজ্যোতি ছোটবেলা থেকেই অধ্যাবসায়ী ছিলেন এবং বেশিরভাগ সময় পড়াশোনায় মনোনিবেশ করতেন।
পড়াশোনার পাশাপাশি তপজ্যোতির গান, বাজনা ও কবিতা লেখার প্রতিও আগ্রহ রয়েছে। তিনি নিয়মিত গান গাইতেন এবং কবিতা লিখতেন।
তপজ্যোতির এই সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত। তপজ্যোতি বড় হয়ে ডাক্তার হতে চান।
এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৮৬.৩১%। ৬০% এর বেশি নম্বর পেয়েছেন ১,১৮,৪১১ জন পরীক্ষার্থী।
তপজ্যোতি কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন।তার বাবা ভূগোলের শিক্ষক এবং মা গৃহিণী।তপজ্যোতি ছোটবেলা থেকেই অধ্যাবসায়ী ছিলেন এবং বেশিরভাগ সময় পড়াশোনায় মনোনিবেশ করতেন।তিনি নিয়মিত গান গাইতেন এবং কবিতা লিখতেন।তপজ্যোতি বড় হয়ে ডাক্তার হতে চান।