“বাবা-ছেলে দুজনেই করতেন যৌন নির্যাতন”-প্রজ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি ঘিরে তোলপাড় দেশ

JD(S) সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে হইচই

অভিযুক্ত প্রজ্জ্বলনের সবথেকে বড় পরিচয় হলো তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। মহিলা কমিশনের চিঠি ও অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া SIT গঠনের নির্দেশ দিয়েছেন।তবে এখনো পর্যন্ত প্রজ্জ্বলনের খোঁজ পায়নি তদন্তকারী অফিসাররা।

এবার প্রজ্বলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর বাড়ির এক পরিচারিকা। শুধু প্রজ্বলই নন, তাঁর বাবার বিরুদ্ধেো বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

তাঁর দাবি, কাজে যোগদানের চার মাস পর রেভান্না প্রায়শই নিজের ঘরে ডাকতেন তাঁকে। অভিযোগকারিনীর দাবি, ‘কাজে যোগ দেওয়ার চার মাস পর থেকে রেভান্নার প্রায়শই নিজের ঘরে ডাকতেন আমায়। ওই বাড়িতে কাজ করতেন ছয় জন পরিচারিকা। প্রত্য়েকেরই দাবি, যখনই প্রজ্বল রেভান্না বাড়িতে থাকতেন তাঁরা আতঙ্কে থাকতেন এই বুঝি ডাক পড়ে এই ভেবে। এমনকী বাড়ির একাধিক পরিচারকও তাঁদের অনেক সময় সতর্ক থাকতে উপদেশ দিতেন।’

বাবা-ছেলে তথা এইচডি রেভান্না ও প্রজ্বল রেভান্না দুইজনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন পরিচারিকা। অভিযোগ, বাড়িতে পরিচারিকাদের উপর যৌন নির্যাতন চালাতেন দু’জনেই।

মহিলার কথায়, ‘যখন এইচ ডি রেভান্নার স্ত্রী বাড়িতে থাকতেন না তখনই স্টোররুমে মহিলাদের ডেকে পাঠাতেন তিনি। তারপর ফলমূল দেওয়ার নামে অশ্লীল ভাবে তাঁদের গায়ে হাত দিতেন। যৌন নিগ্রহের জন্য মহিলাদের শাড়ির পিনও খুলে দিতেন তিনি।’

মহিলার অভিযোগ, ‘বারবার কল করে বিরক্ত করায় প্রজ্বলের নম্বর ব্লক করে দিয়েছিল আমার মেয়ে।’

তথ্যসূত্র: এই সময়