‘SC/ST-OBC-দের সংরক্ষণ তুলে দেবে বিজেপি’! ভাইরাল ভিডিয়ো নিয়ে FIR বিজেপির

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি এডিট করা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অমিত শাহ জানাচ্ছেন যে SC/SC, OBC-দের জন্য সংরক্ষণের নিয়মকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে বিজেপি ক্ষমতায় আসলে তা তুলে দেওয়া হবে।

ইতিমধ্যে এই ভিডিওটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দিল্লি পুলিশ একটি FIR দায়ের করেছে।

বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগে, দিল্লি পুলিশ IPC-র ১৫৩/১৫৩A/৪৬৫/১৭১G ধারা ও আইটি আইনের ৬৬C ধারায় মামলা দায়ের করেছে। বিজেপি সূত্রে খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ SC/ST ও OBC-দের জন্য সংরক্ষণের নিয়ম উঠিয়ে দেওয়ার বিষয়ে কোনও কথা বলেননি, এই ভিডিয়োটি ভুয়ো।

তিনি মূলত বলেছিলেন যে সরকার গঠনের সঙ্গেই সঙ্গেই বিজেপি মুসলিম সম্প্রদায়কে দেওয়া অসাংবিধানিক সংরক্ষণের নিয়ম সরিয়ে ফেলবে। এক সিনিয়র বিজেপি নেতা বলছেন, ‘আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি ও আমরা নিশ্চিত করব এই সমস্ত অভিযোগের উপর FIR নথিভুক্ত করা হবে।

Editor001
  • Editor001