NSG: এক গুলিতেই ক্ষতম শত্রু! বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফোর্স NSG-র বেতন কত?

২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন, সন্দেশখালিতে বিস্ফোরকের খোঁজে নামে NSG-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালায় তারা। শাহজাহানের গড়েই বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ মেলে। সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতেও বিপুল অস্ত্রোভাণ্ডারের হদিশ মেলে। বেশ কয়েকটি অত্যাধুনিক রিভলভার উদ্ধার হয়।
কিন্তু আজকের আলোচনার বিষয় কেবল সন্দেশখালি নয়, বরং NSG কম্যান্ডোদের বেতন ও প্রশিক্ষণ সম্পর্কে।
NSG কম্যান্ডো কারা?
১৯৮৪ সালের ‘অপারেশন ব্লুস্টার’-এর মাধ্যমে জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেকে হত্যা করার পর ভারত সরকার জার্মানির GSG 9-এর দক্ষতা অনুসরণ করে NSG গঠন করে।
বিমান হাইজ্যাক, বহু মানুষকে পণবন্দি করে রাখা সন্ত্রাসবাদীদের মোকাবেলা, চোখের নিমেষে প্রাণঘাতী হামলা চালানোর জন্য NSG কম্যান্ডোরা সদা প্রস্তুত।
দেশের সেরা বাহিনী হিসেবে পরিচিত, এঁরা যেকোনো পরিস্থিতিতে সঠিক নিশানায় গুলি চালাতে পারেন।
ঠান্ডা মাথায় শত্রুর মাথায় গুলি করার কৌশল হাতের মুঠোয়।
NSG কম্যান্ডোদের কাজ:
পণবন্দি উদ্ধার মিশন, সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাত ছাড়াও IED জাতীয় বিস্ফোরক খুঁজে বের করে নিস্ক্রিয় করা, বিস্ফোরণ পরবর্তী তদন্ত করা ও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সুরক্ষা দান করাও NSG-এর কাজ।
ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) অধীনে তিনটি বাহিনী রয়েছে: স্পেশাল অপারেশন গ্রুপ (SAG), স্পেশাল রেঞ্জার গ্রুপ (SRG) ও স্পেশাল কম্পোজিট গ্রুপ (SCG)।
NSG কম্যান্ডোদের প্রশিক্ষণ:
NSG-তে যোগদানের আগে প্রত্যেক জওয়ানকে আলাদা ট্রেনিং দেওয়া হয়।90 দিনের প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয় নির্বাচিত জওয়ানদের।
শারীরিক ফিটনেস উচ্চমানে রাখতে দেওয়া হয় প্রায় 26 ধরণের ট্রেনিং।সহ্যশক্তি বাড়ানো ও প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশিক্ষণও দেওয়া হয়।
বিপদসঙ্কুল ক্রসকান্ট্রি রেসের পর টার্গেট-শ্যুটিং প্র্যাকটিস করানো হয়।90 দিনের প্রশিক্ষণ শিবির থেকে 70-80% জওয়ান বাদ চলে যান।
বেতন:
NSG কম্যান্ডোদের গড় বার্ষিক বেতন 10 লাখ টাকা।পদমর্যাদা অনুযায়ী বেতন ভিন্ন হয়।সর্বোচ্চ বেতন ডিরেক্টর জেনারেলের।টিম কম্যান্ডারের পরে অ্যাসিসটেন্ট কমান্ডারের তিনটি গ্রেড রয়েছে।কমব্যাটাইজড ট্রেডসম্যানের বেতন 30 হাজার – 40 হাজার টাকার মধ্যে।