SSC-নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, অযোগ্যদের তালিকা চেয়ে পাঠাল CBI

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক ও কর্মীর চাকরি বাতিলের ঘটনায় নতুন মোড়।যোগ্যদের চাকরিও কেন বাতিল? – এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সিবিআই তদন্ত শুরু করেছে।

অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।প্রাথমিকভাবে ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়েছে সিবিআই।স্কুল শিক্ষা দফতরকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে তারা।

তালিকা হাতে পাওয়ার পর শুরু হবে জিজ্ঞাসাবাদ।খুব দ্রুত এই প্রক্রিয়া শুরু করবে সিবিআই।গত সোমবার কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের স্কুল শিক্ষক নিয়োগ পুরোপুরি বাতিল করে দেয়।

এই নির্দেশে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি চলে যায়।এই ঘটনায় রাজ্যজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়।এরই মধ্যে দুর্নীতি মামলায় নতুন মোড়।

সিবিআই সূত্র জানাচ্ছে, তারা অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।আদালতের নির্দেশ ছিল, অযোগ্যদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে।

সেই কারণেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা হচ্ছে।তারপর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন।তাদের দাবি, পুরো প্যানেল বাতিল করলে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হবে।

এছাড়াও, রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে বলে মনে করছে শিক্ষা দফতর।সুপ্রিম কোর্টের নির্দেশে দিক তাকিয়ে আছেন যোগ্য চাকরি প্রার্থীরা।

অন্যদিকে, ডিআইরা রাজ্যের সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের একটি ফর্ম পাঠিয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোন স্কুলে কতজন চাকরি হারাচ্ছেন, কোন বিষয়ের শিক্ষকরা সেই তালিকায় রয়েছেন – এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট জেলা ডিআইদের কাছে সেটা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আগে থেকেই এই তালিকা প্রস্তুত করে রাখতে চাইছে স্কুল শিক্ষা দফতর।