সুপ্রিম ভর্ৎসনায় বাড়ছে অস্বস্তি, আরও বড় বিজ্ঞাপনে ক্ষমাপ্রার্থী ‘পতঞ্জলি’র রামদেব

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় বারবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর মঙ্গলবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চেয়েছিল পতঞ্জলি। কিন্তু আদালত ক্ষমাপ্রার্থনার ভঙ্গি নিয়ে সন্তুষ্ট ছিল না।

বুধবার পতঞ্জলি আবারও নতুন বিজ্ঞাপন প্রকাশ করে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে। আগের বিজ্ঞাপনের তুলনায় এবারের বিজ্ঞাপন আকারে বড়।

বিচারপতি হেমা কোহলি বলেছিলেন, “রামদেবের ক্ষমাপ্রার্থনা কি স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? যেভাবে পতঞ্জলির বিজ্ঞাপন পুরো পাতা জুড়ে ছাপা হয়, সেভাবে কি ক্ষমাপ্রার্থনার বিজ্ঞপ্তি ছাপানো হয়েছে?”

বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘২০২৩ সালের ২২ নভেম্বর সাংবাদিক সম্মেলন করার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। আমাদের বিজ্ঞাপন প্রকাশের সময় যে ভুল হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং এই ধরণের ভুলের পুনরাবৃত্তি হবে না, এটাই আমাদের আন্তরিক অঙ্গীকার। আমরা আন্তরিকতার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশ মেনে চলার অঙ্গীকার করছি।‘ সেইসঙ্গে আদালত ও আইনের নির্দেশ মেনে আগামিদিনে চলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।