OMG! প্রথম দফার পরদিনই BJP প্রার্থীর মৃত্যু, লোকসভা আসনের ভোটের ভবিষ্যৎ কী?

মোরাদাবাদ লোকসভা আসনের BJP প্রার্থী সর্বেশ সিংয়ের মৃত্যু হয়। ৭১ বছরের সর্বেশ সিং বিগত কয়েকবছর ধরে অসুস্থ ছিলেন বলে খবর।
লোকসভা ভোটের পরের দিনই মৃত্যু হল উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ কুনওয়ার সর্বেশ সিংহের । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শুক্রবার প্রথম দফাতেই মোরাদাবাদ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। পরের দিন শনিবার দিল্লি এইমস হাসপাতালে চিকিৎসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সর্বেশের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে ভোটপ্রচারও করেননি তিনি।
মোরাদাবাদের ভোটের ভবিষ্যৎ কী?
যদি কোনও কেন্দ্রে ভোটগ্রহণের পর কোনও প্রার্থীর মৃত্যু হয়, সে ক্ষেত্রে ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। গণনার পর দু’রকম ফল হতে পারে। হয় মৃত প্রার্থী জিতবেন না হয় হারবেন। মৃত প্রার্থী জয়ী হলে সেই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়। ফের সেখানে ভোটগ্রহণ হয়। তবে পরাজয় হলে ভোট বাতিল হয় না। যিনি বিজেতা তাঁর নামই ঘোষণা করে কমিশন।