বিশেষ: ২০২৯-এই এক দেশে এক ভোট? নির্বাচন নিয়ে মুখ খুললেন অমিত শাহ

এক দেশ নির্বাচন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সম্প্রতি ইন্ডিয়া টুডে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘এক দেশে এক নির্বাচনের ভাবনা নতুন নয়। এই দেশে দুই দশক ধরে এক দেশ এক নির্বাচনের বিধি মেনে আসা হয়েছে। সমস্য়া প্রথম সেবারই হয়েছিল যেবার ইন্দিরা গান্ধী ১৯৭১ মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন। এর ফলে দেশে ভোটের সূচির অমিল হয়।’

অমিত শাহর কথায়, ‘বিজেপি সরকার একটি কমিটি গঠন করেছে এবং একটি প্রতিবেদন জমা দিয়েছে। রাজনৈতিক দল, বিচারক এবং আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর খসড়া রিপোর্টে এক দেশ এক নির্বাচনের পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যে একবার ভোটগ্রহণ শেষ হলে, পরবর্তী পাঁচ বছর দেশের উন্নয়নে সময় ব্যয় করা উচিত।’

কংগ্রেসকে নিশানা করে শাহ বলেন, ‘এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওরা নাগরিকদের কোনও দিন কি বুঝেছে? আমি কংগ্রেসকে বলতে চাই ওদের জন্য আর কোনও জায়গা নেই। কেন ওর উন্নতি করছে না?’ শাহের সংযোজন, জনগণ জানে শীর্ষে এবং রাজ্য স্তরে কাকে ভোট দিতে হবে। দু’টি ব্যালট বাক্স থাকবে, ভিন্ন প্রার্থী থাকবে এবং ভিন্ন নির্বাচনী ইস্তেহার থাকবে। বিভ্রান্তি হবে কেন?’