TRP: ফের পিছিয়ে গেলো ‘মিঠাই’, প্রথম স্থানে ‘গাঁটছড়া’ নাকি ‘ধুলোকনা’? দেখেনিন TRP তালিকা
April 21, 2022

টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।
চলুন তবে জেনে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
১.গাঁটছড়া-৭.৭
২.ধুলোকণা-৭.৫
৩.মিঠাই, আলতা ফড়িং-৭.২
৪.অনুরাগের ছোঁয়া, গৌরী এল-৭.২, ৭.১
৫.লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উমা-৬.৪
৬.পিলু-৬.১
৭.আয় তবে সহচরী-৬.০
৮.মন ফাগুন-৫.৯
৯.এই পথ যদি না শেষ হয়-৫.২
১০.খুকুমণি হোম ডেলিভারি-৪.৮
নন ফিকশন শো গুলির মধ্যে
‘দাদাগিরি’ র রেটিং ৫.৪।
জিতের ‘ইসমার্ট জোড়ি’ র রেটিং ৩.৭।