বিমান থেকে নেমেই নিয়ম ভেঙে ভয়ংকর কাণ্ড যাত্রীর, কলকাতা বিমানবন্দরে ফের হুলস্থুল

নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে আবারও চাঞ্চল্য ছড়ালো। হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান অবতরণের পর এক যাত্রী বিমানের ডানার উপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খোলার চেষ্টা করেন।

হায়দরাবাদ – কলকাতা ইন্ডিগো 6E 6494 বিমান অবতরণের পর18F সিটে বসে থাকা যাত্রী আবুজার মণ্ডল
কেবিন ক্রুদের নির্দেশ অমান্য করেবিমানের ডানার ওপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খুলে ফেলার চেষ্টা করেন।
ক্রু সদস্যদের বাধা উপেক্ষা করে যাত্রী ফ্ল্যাপ খোলার চেষ্টা চালিয়ে যান।

বিমান কর্তৃপক্ষ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) আধিকারিকদের খবর দেয়।
CISF যাত্রীকে আটক করেনেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আন্তর্জাতিক থানার হাতে তুলে দেয়।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অন্যান্য যাত্রীদের মধ্যে।

সম্প্রতি কলকাতা বিমানবন্দরে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা:
কয়েকদিন আগে দুবাই থেকে কলকাতা আসা এমিরেটের ইকে ৫৭০ বিমানের এক যাত্রীর কাছ থেকে সেনা ১.৪০১ গ্রাম সোনা উদ্ধার করে।কিছুদিন আগে দু’টি বিমানের ডানার সংঘর্ষের ঘটনায় ব্যাকক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে।সম্প্রতি কলকাতা বিমানবন্দরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন এক জওয়ান।এই ধরনের ঘটনাগুলি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উত্থাপন করে।