ওসি-বিধায়কের প্রকাশ্যে তীব্র বচসা, ফের চরম উত্তেজনা ভূপতিনগরে

ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির মধ্যে তুমুল বচসা।বচসার ভিডিও সামনে আসায় এলাকায় চাঞ্চল্য।
সুবাস জানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওসি বিধায়কের কার্যালয়ে প্রবেশ করেন।বিধায়ক ‘সার্চ ওয়ারেন্ট’ দেখতে চাইলে বচসা শুরু হয়।

সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ সুবাস জানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওসি গোপাল পাঠকের নেতৃত্বে পুলিশের একটি দল অর্জুননগরে বিধায়কের দলীয় কার্যালয়ে ঢোকে। পুলিশের দাবি, তাড়া করার সময় সুবাস বিধায়কের কার্যালয়ে আশ্রয় নেয়।

এরপর ওসি বিধায়কের কার্যালয়ে প্রবেশ করে সুবাসকে গ্রেপ্তার করতে চাইলে বিধায়ক ‘সার্চ ওয়ারেন্ট’ দেখতে চান। ‘সার্চ ওয়ারেন্ট’ না দেখানোর অভিযোগে ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।

এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বচসার ভিডিও সামনে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অভিযোগ করেছেন, “ওসি আমার কার্যালয়ে বেআইনিভাবে ঢুকে আমার ওপর হামলা চালিয়েছেন।”

অন্যদিকে ওসি গোপাল পাঠক বিধায়কের অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমরা আইনি মেনে চলেছি। বিধায়ক আমাদের কাজে বাধা দিয়েছেন।”

এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এই ঘটনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।