BigNews: চাকরি দেওয়া শুরু, APPOINTMENT LETTER দিলেন মমতা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা রাখলেন কথা। বীরভূমের দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লাখনি এলাকার জমিদাতাদের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র। আর সেই নিয়োগ পত্র হাতে পেয়ে খুশি জমিদাতার পরিবারের সদস্যরা।

বীরভূমের মোহাম্মদ বাজারের অন্তর্গত দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যে সকল জমিদাতারা তাদের জমি দিয়েছেন, তাদের পরিবারের একেকজন সদস্যের হাতে তুলে দেওয়া হয় জুনিয়র কনস্টেবলের পদে চাকরির নিয়োগ পত্র।

প্রসঙ্গত, দেউচা পাঁচামির কয়লা খনি নিয়ে আশায় বুক বাঁধছে প্রশাসন। আশা করা হচ্ছে খুব ভালোমাত্রায় সংগ্রহ করা যাবে কয়লা আর এর ফলে উন্নত হবে রাজ্যের অর্থনীতি। রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে যাবে এই প্রকল্পের সু-ফল। দীর্ঘদিন ধরেই এই এলাকার কয়লা সংগ্রহের প্যচেষ্টা নিয়ে চালু করা হয়েছিল নিয়ন্ত্র প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টার সুফল মিলতে চলেছে।