ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় ঘটনা (৩১ মার্চ)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু
বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৮০৭- খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮২৪- প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮২- কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
১৮৮৯- প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
১৯২১- মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
জন্ম:
১৫৯৬- ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত।
১৯১৪- সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি অক্তাবিও পাজ।
মৃত্যু:
১৬৩১- ইংরেজ কবি জন ডান।
১৭২৭- প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন।
১৯১৭- এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।