PPF থেকে সুকন্যা সমৃদ্ধি, পোস্টঅফিসের স্বল্প সঞ্চয়ের সুদ নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

লোকসভা ভোটের মুখে কল্পতরু নরেন্দ্র মোদী সরকার! 1 এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে 100 দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র। এই নিয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারও বাড়বে বলে জল্পনা ছিল। কিন্তু বৃহস্পতিবার (28 মার্চ) বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, এখনই সুদের হার বাড়ছে না।

নির্দেশিকা অনুযায়ী, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এর মতো স্কিমগুলিতে সুদের হারের কোনও পরিবর্তন হচ্ছে না।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, “2024-25 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার 2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) মতোই থাকবে।” উল্লেখ্য, প্রতি 3 মাস অন্তত এই স্কিমগুলির সুদের হার পর্যালোচনা করে সরকার।

আপনার সুবিধার্থে নীচে কিছু জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার দেওয়া হল:

স্বল্প সঞ্চয় প্রকল্প সুদের হার মেয়াদ

সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2 শতাংশ 21 বছর
টার্ম ডিপোজিট 7.1 শতাংশ 3 বছর

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) 7.1 ও 4 শতাংশ 15 বছর

মনে রাখবেন:
PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় যথাক্রমে 500 টাকা ও 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।একটি অর্থবর্ষে অন্তত একবার এই অ্যাকাউন্টগুলিতে টাকা রাখতে হবে।31 মার্চের মধ্যে 2023-24 আর্থিক বছরের জন্য PPF ও সুকন্যা সমৃদ্ধিতে ন্যূনতম টাকা জমা করতে হবে।একবারও টাকা জমা না করলে PPF ও সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করতে 50 টাকা জরিমানা দিতে হবে।

Editor001
  • Editor001