BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে গেলেন কর্মীদের একাংশ, বারাসতে অস্বস্তিতে গেরুয়া শিবির

বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন, গত ভোটে হলফনামায় আসামে মাদক পাচার সংক্রান্ত একটি মামলা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি নিয়েও ‘মিথ্যা’ তথ্য দিয়েছিলেন বিজেপি প্রার্থী বলেও দাবি করেছেন বিজেপি কর্মীরা। পুরো বিষয়টি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। এমনকি, ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে তাঁরা মেনে নিতে পারছেন না বলেও জানানো হয়।

তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, ওই প্রার্থী মাদক কাণ্ডে অপরাধী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইনিই কি সেই বিজেপির বারাসতের প্রার্থী? যদি তাই হন, তা হলে তিনি মাদক-কাণ্ডে ঘোষিত অপরাধী। বিজেপি এর ব্যাখ্যা দিক।’

যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। স্বপন মজুমদার মনে জানান, এই কাজ তৃণমূল কংগ্রেসের,তৃণমূল চক্রান্ত করে এইসব করছে।তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে তাই এমন কাজ করছে।

Editor001
  • Editor001