বিশেষ: বহু বছর নেতা-মন্ত্রী হয়েও নেই নিজের নামে গাড়ি-বাড়ি! জেনেনিন কারা রয়েছেন তালিকায়?

লোকসভা নির্বাচন ঘনিয়ে আসছে। এরই মধ্যে নির্বাচনী হলফনামা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই হলফনামা থেকে উঠে আসছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। বহু বছর ধরে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও কয়েকজন নেতার নামে গাড়ি-বাড়ি নেই। আসুন জেনে নেওয়া যাক তাদের নাম:
অর্জুন রাম মেঘওয়াল: বিকানের লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অর্জুন রাম মেঘওয়াল কেন্দ্রের মন্ত্রী। কিন্তু হলফনামা অনুসারে, তার নামে কোনও গাড়ি নেই।
ভূপেন্দ্র যাদব: আলওয়ার থেকে বিজেপি প্রার্থী ভূপেন্দ্র যাদবও কেন্দ্রীয় মন্ত্রী। কোটি টাকার সম্পত্তি থাকলেও তার নিজের নামে কোনও বাড়ি নেই।
অর্জুন রাম মেঘওয়ালের মোট সম্পত্তির পরিমাণ ৩.৭৬ কোটি টাকা।ভূপেন্দ্র যাদবের মোট সম্পত্তির পরিমাণ ২.৩১ কোটি টাকা।
ভূপেন্দ্র যাদবের স্ত্রী ববিতা যাদবের নামে ১.৬৮ কোটি টাকার সম্পদ রয়েছে।ভূপেন্দ্র যাদবের কোনও স্থাবর সম্পত্তি নেই, তার স্ত্রীর নামে ৩৩.৫০ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
অর্জুন রাম মেঘওয়ালের নামে ৯০ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ৪১ হাজার টাকা নগদ রয়েছে।