মস্কো হামলা: এখনো নিখোঁজ প্রায় ১০০ জন, চলছে খোঁজ

রাশিয়ার মস্কোয় কনসার্ট হলে হামলার ঘটনায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে। বুধবার এক রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ক্রোকাস সিটি হলে গত ২২ মার্চের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৮২ জন।
তবে রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, ওই হামলা ঘটনার পর থেকে এখনো অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় এদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, এই তালিকায় এমন লোক রয়েছেন, যাদের সঙ্গে সন্ত্রাসী হামলার পর থেকে আত্মীয়রা যোগাযোগ করতে পারছেন না। তবে তাদের নাম আহত এবং নিহতদের তালিকায় নেই। এদের মধ্যে কিছু লোক মারা গেছেন, তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রুশ তদন্তকারীরা জানিয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্র ‘কালাশনিকভ’ ব্যবহার করে চারজন সন্ত্রাসী হামলা চালিয়েছে। ঘটনাস্থলে ৫০০ রাউন্ডের বেশি গুলি পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কনসার্টে গান করার কথা ছিল রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’র। তবে, গান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে কয়েকজন সশস্ত্র ব্যক্তি থিয়েটারে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এরপর তারা হলে আগুন ধরিয়ে দেয়।