নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ খোঁচা দিলীপের, সকাল সকাল দিলেন বার্তা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সেই রিপোর্ট তৈরিও করে ফেলেছে CEO অফিস। দ্রুত তা পাঠানো হবে বলেই কমিশনের একটি সূত্রে জানা গিয়েছে। ওই সূত্রের দাবি, নির্বাচন কমিশন যা নির্দেশ দিয়েছে তা পুরোপুরি মেনে চলা হচ্ছে। জানা গিয়েছে, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে।
মঙ্গলবার মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দিদি নানা রাজ্যে গিয়ে কখনো বলছেন, আমি গোয়ার মেয়ে আবার কখনো বলছেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’
বৃহস্পতিবার সকালে শোকজ নোটিস প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”একটা চিঠি দিতে দশ জন গেছে টিএমসির। ওরাই রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কিনা বলেছে। আমরা তো যাই না মেসোমশাইয়ের কাছে, যে কান মুলে দিন!”আজকে রাস্তায় রাজনীতি করতে পারছে না তাঁরা, তাই নির্বাচন কমিশনারের কাছে যেতে হচ্ছে।