‘দেশে পর্ন স্টাররা যথেষ্ঠ সম্মানিত, উদাহরণ সানি লিওনি!’-কঙ্গনার মন্তব্যে ফের বিতর্ক দেশজুড়ে

কঙ্গনা রানাউত বলিউডের কুইন ঊর্মিলা কে ‘সফট পর্ন স্টার’ বলে উল্লেখ করেছিলেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। বছর চার বাদে লোকসভার লড়াইয়ে ডেবিউ হতেই সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা। সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে তাঁর ব্যাখ্যা, ‘সফট পর্ন স্টার কোনও লজ্জাজনক শব্দ নয়।’
অভিনেত্রী-রাজনীতিবিদের বক্তব্য, ‘সফট পর্ন কিংবা পর্ন কোনও আপত্তিকর মন্তব্য না কি? কখনওই তা নয়। এই শব্দবন্ধ আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু, আমি হলফ করে বলতে পারি, আমাদের দেশে যেভাবে একজন পর্ন স্টারকে সম্মান দেওয়া হয়, তা আর কোথাও হয় না। সানি লিওনিকে জিজ্ঞাসা করে দেখে নিন।’
কঙ্গনা রানাউত বলেন, ‘BJP কেন আমায় লোকসভায় টিকিট দেবে, এই নিয়ে আমায় মন্তব্য করতে বলা হয়েছিল। সে প্রসঙ্গেই ঊর্মিলা র কথা টানা হয়। অনেকরকমের আর্টফর্ম অর্থাৎ শিল্পকলা রয়েছে। আর্টফর্মের মাধ্যমে মানুষকে শারীরিকভাবেও উত্তেজিত করা হয়। তবে অবশ্যই তা কখনও ইন্টালেকচুয়াল আর্টফর্মের থেকে বড় হতে পারে না। যা মানুষের মননশীলতাকে বাড়ায়।’ কঙ্গনার আরও সংযোজন, ‘আমার মনে হয় আমি সেই ব্যালান্সড সিনেমা আর্টিস্ট। আমি কখনও কোনও আইটেম নম্বরে নাচিনি। তাই বলেছিলাম, তিনি যদি তাঁর ধরণের সিনেমা করেও কংগ্রেসে যোগদান করতে পারেন, তাহলে আমার কাজ আরও অনেক উন্নত এবং জনপ্রিয়।’
কঙ্গনা রানাউতের বক্তব্য, ‘পর্ন স্টারদের যদি সামাজিকভাবে গ্রহণ করা হয় তবে কেন যৌনকর্মীদের করা হবে না। কারণ পর্ন স্টারদের পয়সা বেশি? ওদের গ্ল্যামার রয়েছে তাই?’ কঙ্গনা রানাউতের এই মন্তব্যের প্রেক্ষিতে ঊর্মিলা মাতন্ডকর কিংবা সানি লিওনি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।