“আমাদের অবস্থান থেকে সরছি না”-দিল্লির আপত্তি উড়িয়ে কেজরিওয়ালের পাশেই আমেরিকা

সম্প্রতি আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মন্তব্যের পর ভারতের মার্কিন দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। এবিষয়ে বুধবার মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, তাঁরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করছে এবং এই নিয়ে নয়াদিল্লিকে ‘একটি ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছিল।

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, ‘নয়াদিল্লিতে কূটনৈতিক পর্যায়ের বৈঠকে কী কথা হয়েছে তা আমরা প্রকাশ্যে জানাতে চাই না। তবে এটুকু জানাতে চাই, আমরা আমাদের অবস্থান থেকে সরছি না। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির ঘটনাটিতে আমরা নজর রাখছি। আমরা মনে করি, সকলের মতো কেজরিওয়ালেরও দ্রুত, স্বচ্ছ বিচার পাওয়ার অধিকার আছে।’

মিলার এই সঙ্গে যোগ করেন, ‘আমাদের নজরে আছে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করার বিষয়টিও। এরফলে কংগ্রেসের নির্বাচনী প্রচার চালাতে সমস্যা হবে। আমরা মনে করি, প্রত্যেকেরই স্বচ্ছ এবং দ্রুত বিচার প্রাপ্য।’

তিনি বলেন, ‘আমরা কংগ্রেস পার্টির করা অভিযোগ নিয়েও অবগত। কর দপ্তরের তরফে তাঁদের অ্যাকাউন্টগুলি এমনভাবে বাজেয়াপ্ত করা হয়েছে যা আগামীতে কার্যকরভাবে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।’ তিনি আরও জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিটি সমস্যার জন্যই ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়াকে আহ্বান জানায়।’