সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু ট্রাফিক কর্মীর, গ্রেফতার হলেন বাস চালক

কামারহাটির রথতলা মোড়ে সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় এক ট্রাফিক কর্মীর মৃত্যু হয়েছে। প্রিয়দশ সরকার ওরফে সঞ্জয় নামের এই কর্মী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে আসছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে বাসের চালক শিব হালদারকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ:
সকাল ৭টা: সঞ্জয় রথতলা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন।মদ্যপ অবস্থায় বেলঘরিয়া থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল একটি বাস।আচমকাই বাস সঞ্জয়কে ধাক্কা দেয়।ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি।বাসের চাকায় পিষে মৃত্যু হয় সঞ্জয়ের।

স্থানীয়দের প্রতিক্রিয়া:
এলাকাবাসী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।মৃত ট্রাফিক কর্মীর জন্য ক্ষতিপূরণ ও চালকের কঠোর শাস্তির দাবি জানায় তারা।

পুলিশি তদন্ত:
ঘটনাস্থলে পৌঁছে বাস ও চালককে আটক করে পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই ঘটনায় কামারহাটিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।