SPORTS: চেন্নাইয়ে রুতুরাজ অধিনায়ক হলেও ফাইনাল কল ধোনির! ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যায় CSK

চেন্নাই সুপার কিংসে অধিনায়ক বদল আশ্চর্যজনক ছিল না। ১৭তম আইপিএল মরশুমের শুরুতে মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এবং রুতুরাজ গায়কোয়াড়-কে দায়িত্ব দেন। তরুণ রুতুরাজ পরপর দুটি ম্যাচ জিতে রেকর্ড তৈরি করেছেন, তার ব্যাটিংও প্রশংসিত হচ্ছে।
কিন্তু রুতুরাজের সাফল্যের বিপরীতে, দলের বাকি সদস্যরা সমস্যায় পড়েছেন। ধোনির ১৬ বছরের অধিনায়কত্বের সময়, খেলোয়াড়রা সিদ্ধান্ত নেওয়ার জন্য তার উপর নির্ভরশীল ছিল। ধোনির DRS ব্যবহার প্রায়শই নিখুঁত হত।
অধিনায়ক পরিবর্তনের ফলে, খেলোয়াড়রা এখন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে DRS নেওয়ার সময়, সকলেই ধোনির দিকে তাকিয়ে ছিল, এমনকি ক্যামেরাও তার দিকে ছিল। ধোনি হেসে রুতুরাজের দিকে ইঙ্গিত করেছিলেন।
ফিল্ডিংয়ের সময়ও রুতুরাজ ধোনির দিকে তাকান। ধোনি সবুজ সংকেত দেওয়ার পরই রুতুরাজ ফিল্ডিং পজিশন নেন। দীপক চাহারও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। ম্যাচের সময় বারবার দেখা গেছে তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য ধোনির দিকে তাকাচ্ছেন।
সুনীল গাভাস্কার ম্যাচের পর রুতুরাজকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন। রুতুরাজ বলেছেন যে তিনি ধোনির অভিজ্ঞতা থেকে শিখছেন এবং তার পরামর্শ নিচ্ছেন।
জবাবে দীপক চাহার বলেন, ‘আমি এখন মাহি ভাই ও রুতুরাজ দু’জনের দিকেই তাকাই। নির্দেশ কার থেকে নেব সেটার সময় ঘেঁটে যাই। তাই দু’জনের দিকেই তাকাই। তবে রুতুরাজ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে।’
দীপক চাহার বলেন, ‘আমি যখন থেকে খেলছি আমি পাওয়ার প্লে-তে তিন ওভার বল করি। আমি নতুন নিয়মটাকে উপভোগ করছি। আগে ওভারের প্রথম তিন বলের মধ্যে বাউন্সার দিলে ব্যাটার বুঝে যেত যে শেষের দিকে সে লেংথ বল পাবে। এখন সেটা হচ্ছে না। এখন ওরা বুঝতে পারছে না বোলার কোন বল কী দেবে।’