SPORTS: আউট হতেই রাচিনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ, আইপিএলে ফের বিতর্কে বিরাট কোহলি

বিরাট কোহলি মানেই ক্রিকেট মাঠে আগ্রাসন। বয়স বাড়ার সাথে সাথে তার আগ্রাসন কিছুটা কমেছে বলে মনে করা হলেও, তা এখনো পুরোপুরি শেষ হয়নি। IPL-এ বারবার তাকে বিপক্ষের সাথে ঝামেলায় জড়িত হতে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর মাঠে নামেই আবারো ঝামেলায় জড়ালেন তিনি। এবার IPL ২০২৪-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের রাচিন রবীন্দ্রর সাথে তার বিতর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
RCB-র হার, বিরাটের ব্যর্থতা
২২ মার্চ IPL ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে দেয়। জানুয়ারি মাসের পর মাঠে নামা বিরাট ব্যাট হাতে ব্যর্থ হন। ২০ বলে মাত্র ২১ রান করেন তিনি। মুস্তাফিজুর রহমানের বলে আউট হন।
ফিল্ডিংয়ে বিরাটের আগ্রাসন
ব্যাট হাতে ব্যর্থ হলেও ফিল্ডিংয়ে বিরাট তার চেনা ছন্দে ফিরে আসেন। রাচিন রবীন্দ্রকে ইশারা করে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন তিনি।
রাচিন রবীন্দ্রের দুর্দান্ত ইনিংস
চেন্নাই সুপার কিংসের হয়ে রাচিন রবীন্দ্র IPL অভিষেকে দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৩৭ রান করে আউট হওয়ার আগে ১৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
— Bangladesh vs Sri Lanka (@Hanji_CricDekho) March 22, 2024
বিরাটের ইশারা, নেটিজেনদের প্রতিক্রিয়া
রাচিন আউট হওয়ার পর বিরাট তাকে ডাগআউটের দিকে যেতে ইশারা করেন। নেটিজেনদের একাংশ মনে করেন বিরাট সেই সময় আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করেছেন। যদিও রাচিন পাল্টা কিছু বলেননি।
RCB-র খারাপ রেকর্ড অব্যাহত
এই হারের ফলে RCB-র চেন্নাইয়ের বিরুদ্ধে খারাপ রেকর্ড অব্যাহত থাকে। ১৬ বছর ধরে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।